তারেক রহমানের সাক্ষাত পেতে কোটি টাকা খরচ করতে চায় আহমেদ জোবায়ের!

0

০৫ আগষ্টের পর পরিবর্তিত পরিস্থিতি সময় টিভির এমডি এবং সিও পদ থেকে আহমেদ জোবায়েরকে সরিয়ে দেয় মালিকপক্ষ। এই অব্যাহতির মধ্য দিয়ে, আওয়ামী দোসর আহমেদ জোবায়েরের কাছ থেকে এক প্রকার সময় টিভি দখলমুক্ত করে মালিকপক্ষ। তবে প্রতিষ্ঠানটি শেয়ার হোল্ডার মালিকানায় রয়েছে জোবায়ের।

যেকোন মূল্যে সময় টিভিতে আবারো এমডি ও সিও হিসেবে ফিরতে মরিয়া আহমেদ জোবায়ের। সম্প্রতি লন্ডনে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাত পেতে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে যাচ্ছেন আহমেদ জোবায়ের।

লন্ডনে তারেক রহমানের সাথে একটি মিটিং করিয়ে দিতে পারলে, আহমেদ জোবায়ের ১ কোটি টাকা পর্যন্ত খরচ করতে রাজী আছেন। তারেক রহমানের সাথে সাক্ষাতের প্রস্তাবটি তিনি ইতিমধ্যে লন্ডনে কয়েকজনকে দিয়ে পাঠিয়েছেন।

এরআগে,০৫ আগষ্ট দুপুরে হাসিনা পালিয়ে যাওয়ার পর সময় টিভিতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। সেসময় বিএনপির অঙ্গ সংগঠনের এক নেতাকে ৫ কোটি টাকা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জোবায়ের। তবে পরবর্তীতে সময় টিভির মালিকপক্ষ জোবায়েরকে সরিয়ে দিলে বিপদ বাড়ে আহমেদ জোবায়েরের। নিজের কিছু শেয়ার কোন রাজনৈতিক নেতাকে ছেড়ে দিয়ে হলেও সময় টিভির দায়িত্ব আবার পেতে মরিয়া হয়ে উঠেছেন আহমেদ জোবায়ের।

স্বৈরাচার আওয়ামী প্রোপাগান্ডা টিভি হিসেবে কাজ করত সময় টিভি। সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়েরে সাথে ছিল শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্টতা। আওয়ামী দালালী, সজীব ওয়াজেদ জয়ের টকশো আয়োজন, সরকার বিরোধীদের বিরুদ্ধে অপ্রপ্রচার সহ নানা আয়োজনের করত সময় টিভির এমডি ও সিও আহমেদ জোবাযের।

এজন্য বিভিন্ন সময় সময় টিভিকে বিভিন্ন অংকের টাকা দেয়া হয়েছে। আওয়ামী ঘনিষ্ট আহমেদ জোবায়ের তার সময় টিভি দিয়ে সরকারে দালালী করিয়ে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন সাবেক এমডি। আওয়ামী দাপটে সময় টিভির মালিকপক্ষকে ফাপড়ের উপর রাখতেন আহমেদ জোবায়ের।

সময় টিভির ডিজিটাল থেকে প্রতিমাসে আয়ের কোটি টাকা নিজের পকেটে রাখতেন। তিনি এবং তার পুত্র রিভু গোটা সময় টিভি নিয়ন্ত্রণ, এজেন্ডা বাস্তবায়নের কাজ করেছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *