প্রধানমন্ত্রীর দপ্তরে ব্ল্যাকলিস্টেড মানবজমিন!
প্রধানমন্ত্রীর সংবাদ সংগ্রহের গণমাধ্যমগুলোর সাংবাদিকদের এসবি কার্ড বা অনুমতি পত্র দেয়া হয়।প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক দেয়া মিডিয়ার তালিকা থেকে এবার মানবজমিন পত্রিকাকে বাদ দেয়া হয়েছে। এর মানে দাঁড়ায় মানবজমিন পত্রিকার কোন সাংবাদিক প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে সংবাদ সংগ্রহ করতে পারবে না।
সাধারণত যেসকল গণমাধ্যম প্রধামন্ত্রীর মিডিয়া উইংয়ের কালো তালিকায় থাকে, তাদের এসবি কার্ড আটকে দেয়া হয়। সরকারের সমালোচনাকারী গণমাধ্যম হিসেবে প্রথম আলো এবং ডেইলিস্টার আগে থেকেই ব্ল্যাকলিস্টেড। প্রধানমন্ত্রীর মিডিয়া উইংয়ের সমর্থিত সূত্রের দাবি, প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটরি হাসান জাহিদ তুষার মানবজমিন পত্রিকার এসবি কার্ড আটকিয়েছে। অতীতেও ব্যক্তিগত আক্রোশের কারণে সিনিয়র সাংবাদিক সহ একাধিক সাংবাদিকের এসবি কার্ড বাতিল করেছেন। যা নিয়ে প্রধানমন্ত্রীর
দপ্তরে মৌখিক অভিযোগও দিয়েছে সিনিয়র সাংবাদিকরা।