নির্বাহী সম্পাদকের শিশু নির্যাতন ইস্যুতে নীরব ডেইলি স্টার।
রাজধানীর মোহাম্মাদপুরের শাহজাহান রোডের নয় তলা ভবণ যেন গৃহকর্মীদের জন্য এক মৃত্যুকুপ! এইভবণে পরিবার নিয়ে বসবাস করেন ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকুল হক। কয়েক মাস পরপর ৯ তলা এই ভবণ থেকে পড়ে যায় আশফাকের বাসার গৃহকর্মীরা। একটি বা দুটি নয় এমন তিনটি ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনায় চিত্রনাট্যগুলো একই রকম। সবশেষ মঙ্গলবার আশফাকের বাড়ির ১৫ বছরে গৃহকর্মীও একইভাবে পড়ে যায় এবং মারা যায়।
গৃহকর্মীর অবহেলা জনিত মৃত্যুর কারণে জেল হাজতে রয়েছেন আশফাক এবং তার স্ত্রী।
অন্য কেউ হলে আগের ঘটনাগুলোতেও জেলে যেতে হতো। কিন্তু ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক অর্থাত দাপুটে সাংবাদিক হওয়ায় কিছুই হয়নি।
শিশু নির্যাতনের আগের ঘটনাগুলো ঘটিয়ে বহাল তবিয়াতে ডেইলিস্টারের মত গণমাধ্যমে চাকুরি করে আসছেন আশফাক। ডেইলিস্টার সম্পাদক মাহফুজ আনামের বিশেষ আর্শিবাদপুষ্ট আশফাককে বাঁচাতে ইতিমধ্যে নেমেছে পত্রিকাটির সাংবাদিকরা।
ভিডিও স্টোরি লিংক: