সাংবাদিক সেজে টাকা আদায়, টার্গেট নারী এমপি প্রার্থী!

0

সাংবাদিক সেজে এমপি প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেন নামধারী ইউটিউবাররা। যাদের গলায় রয়েছে প্রেস খচিত আইডি কার্ড। সাক্ষাৎকার নেওয়ার নামে প্রার্থীদের ঘিরে রেখে টাকা আদায় করেন তারা।

ঘটনাটি ঘটেছে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এ সময় একই প্রতিষ্ঠানের কার্ডধারী আরও তিনজনকে দেখা গেছে টাকা নিতে। যার নেতৃত্বে ছিলেন এক নারী। এ ধরনের বেশকিছু চিত্র ধরা পড়েছে কালবেলার চোখে।

মূলত এ সময় সেখানে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম চলছিল। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হয় এই ফরম বিক্রি।

Video Story Link:

এ সময় সাংবাদিক সেজে সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের থেকে টাকা নেওয়ার ঘটনা নজরে আসে সাংবাদিকদের। তখন এগিয়ে যান সাংবাদিকরা। তবে সাংবাদিকদের দেখেই দৌড়ে পালানোর চেষ্টা করেন টাকা আদায়কারী। সাথে থাকা বাকি তিনজন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে চারজনের ওই চক্রের নেত্রী সাংবাদিকদের হুমকিও দেন।

আওয়ামী লীগের মনোনয়নপত্র নিতে আসা প্রার্থীদের শুরু থেকেই টার্গেটে রাখেন সাংবাদিক নামধারী ওইসব ইউটিউবাররা। মনোনয়ন কিনতে আসা কিংবা কেনা শেষে বের হওয়ার সময় প্রার্থীদের কাছে গিয়ে সাক্ষাৎকারের জন্য ধরনা দেন তারা। সাক্ষাৎকার শেষ হলেই চা, পান কিংবা নাস্তার কথা বলে দাবি করেন টাকা। যাতে কিছুটা বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন মনোনয়ন প্রার্থীরা। জোরাজুরির একপর্যায়ে টাকা দিতে বাধ্য হন তারা।

এদিকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম কিনতে সকাল থেকেই বঙ্গবন্ধু অ্যাভিনিউ কার্যালয়ে একে একে আসতে থাকেন মনোনয়নপ্রত্যাশীরা। বেলা বাড়ার সাথে সাথে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বাড়তে থাকে ভিড়। তবে প্রার্থীদের চেয়ে সেখানে সংবাদকর্মী আর ইউটিউবারদের সংখ্যাই ছিল বেশি।

সৌজন্যে: দৈনিক কালবেলা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *