করাপশন ইন মিডিয়ার নিউজের পর রাষ্ট্রপতির এপিএসের নিয়োগ বাতিল!
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ পাওয়া মোহাম্মদ সাগর হোসেনের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী তার এপিএস পদে সাগর হোসেনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হয়েছিলো।
সাগরের মত ধান্দাবাজ,বির্তকিত সাংবাদিককে এপিএস নিয়োগের প্রতিবাদ জানায় করাপশন ইন মিডিয়া। সাগরকে নিয়ে একাধিক এক্সক্লুসিভ সংবাদ প্রচার করে! ওই নিউজগুলো ভাইরাল হলে, আটকে যায় সাগরের জয়েনিং।
শেষপর্যন্ত সাগরের নিয়োগটি বাতিল করা হয়েছে।
সাগরকে নিয়ে করা করাপশন ইন মিডিয়ার নিউজ লিংক:
সেই টেঙগুইট্টা সাগর এখন রাষ্ট্রপতির এপিএস!!
Link: