সালাউদ্দিনের পদত্যাগ দাবি সাংবাদিক সংগঠনগুলোর!
আবু নাঈম সোহাগের দূর্নীতি কান্ডে এমনিতেই টালমাটাল অবস্থা চলছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে)। এরই মধ্যে সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে যেন খাল কেটে কুমির এনেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। বাফুফে সভাপতির আপত্তিকর মন্তব্যের জের ধরে রিপোর্টারদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে সংস্থাদুটি সালাউদ্দিনের পদত্যাগও দাবি করেছে।
বাফুফের কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দেশের সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন সালাউদ্দিন। এরপরই ক্ষোভে ফুঁসে ওঠে দেশের সাংবাদিক সমাজ।
ইতোমধ্যে দেশের ক্রীড়া লেখক ও সাংবাদিকদের সবচেয়ে প্রাচীন সংগঠন ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ) সালাউদ্দিনের সম্মানসূচক সদস্যপদ বাতিল করেছে। বাফুফের দুর্নীতির শিরোমনি সালাউদ্দিনকে সোস্যাল মিডিয়া জুতা-উদ্দিন উপাধী দেয়া হয়েছে। সালাউদ্দিনের ডোপ টেস্ট করাতে বলছেন অনেকেই।