দেশ টিভি,নিউজ বাংলা এবং দৈনিক বাংলায় অস্থিরতা।!
দেশ টিভি এবং নিউজ বাংলাএবংদৈনিব বাংলা থেকে গত কয়েকদিনে উল্লেখযোগ্যসংখ্যক গণমাধ্যম কর্মীকে চাকুরিচ্যুত করা হয়েছে। তালিকা ধরে বাদ দেয়ার প্রস্তুতি নিচ্ছে দৈনিক বাংলা নামে নতুন বাজারে আসা একটি পত্রিকা। দেশ টিভি থেকে কয়েকজন সংবাদকর্মীকে স্বেচ্ছায় রিজাইন দিতে বাধ্য করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, টেলিভিশনটির কর্তৃপক্ষ কর্মীদের রিজাইন দেয়ার সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে। বছর খানেক আগে নতুন ইনভেস্টমেন্ট নিয়ে নতুন করে জনবল নিয়োগ দিয়ে কার্যক্রম শুরু করে দেশ টিভি। অভিযোগ উঠেছে, ইনভেস্টমেন্টের টাকা সরিয়ে অন্যখাতে খরচের পর কর্মীদের ছাঁটাই করে ব্যয় কমাচ্ছে টেলিভিশনটি।
অন্যদিকে অনলাইন পোর্টাল নিউজ বাংলা থেকেও ছাঁটাইয়ের খবর এসেছে। সম্প্রতি বাজারে আসা দৈনিক বাংলা পত্রিকায় উচ্চ বেতনে সাংবাদিকদের চাকুরি দেয়া হয়। মাত্রাতিরিক্ত ব্যয়ের অজুহাত দিয়ে বাজারে আসার কয়েকমাস পরেই কর্মী ছাঁটাইয়ের পথ বেঁছে নিয়েছে দৈনিক বাংলা। নিউজ বাংলা এবং দৈনিক বাংলা গণমাধ্যম দুটি একই মালিকানাধীন। দেশ টিভি,নিউজ বাংলা এবং দৈনিক বাংলা থেকে কতজন সাংবাদিক ছাঁটাই হয়েছে,কেনো হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত থাকবে পরবর্তী নিউজে।