প্রেজেন্টারদেরকে অনৈতিক প্রস্তাব দেয় প্রোডিউসার মেনন!
রাহাত মেনন নামে এই ব্যক্তি এখন টেলিভিশনের প্রোডিউসার। এখন টিভিতে কে কখন কোন নিউজ পড়বে সেটার নিয়ন্ত্রণ থাকে এই মেননের কাছে। সেই ক্ষমতার অপব্যবহার করে আসছে মেনন। সম্প্রতি এখন টেলিভিশনের অ্যাসাইনমেন্ট ইনচার্জ এহসান জুয়েলের নারী কেলেংকারি ফাঁস করে করাপশন ইন মিডিয়া। অভিযোগ ওঠে,সম্প্রতি অনএয়ারে আসা এখন টিভিতে প্রেজেন্টারদের নানা রকম কু-প্রস্তাব দেয়া হচ্ছে। সেখানকার এক উঠতি প্রেজেন্টারের সাথে আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করেছে এখন টিভির জুয়েল।
এবার এখন টিভির একাধিক প্রেজেন্টার অভিযোগ করেছে, রাহাত মেনন নামে এই প্রোডিউসারের বিরুদ্ধে। সংবাদ পাঠিকাদের বাসায় লিফট দিতে চায়, চা কফি খাওয়ার দাওয়াত দেয়, জোর করে এই মেনন। ঘনিষ্ট হওয়ার প্রস্তাব দেয়। সম্প্রতি নাজমুন মিম নামে এক প্রেজেন্টারকে কুপ্রস্তাব দিয়ে ব্যর্থ হওয়ার পর ওই প্রেজেন্টারের সংবাদ পরিবেশনা কমিয়ে দিয়েছে মেনন।
ইদানিং ইসরাত মুক্তি নামে এক প্রেজেন্টারকে বাসায় আনা নেয়ার কাজ করছে মেনন। এখন টিভির একাধিক প্রেজেন্টারের অভিযোগ, ইসরাত মুক্তিকে বেশি বেশি স্ক্রিনে সুযোগ দেয়ার পিছনে অনৈতিক হিসাব নিকাশ থাকতে পারে। অফিসের বসদের সাথে ভালো খাতির রাখলেই এখন টিভির স্ক্রিনে বেশি বেশি সুযোগ পাওয়া যায়।
সিটি গ্রুপের মালিকানায় থাকলেও এখন টিভির সব আইন আদালত হচ্ছেন সিনিয়র সাংবাদিক তুষার আব্দুল্লাহ। কোরাম করে সেখানকার সাধারণ নিরীহ সংবাদকর্মীদের উপর নিপীড়ন চালানো হচ্ছে বলে অভিযোগ। প্রেজেন্টাররা যৌন হয়রানি নিয়ে একাধিকবার তুষার আব্দুল্লাহ সহ সিটি গ্রুপের কাছে বিচার দিয়েও সমাধান পাচ্ছে না। অনেকেই চাকুরি খুঁজছে।
দুই সপ্তাহ ধরে এক নারী প্রেজেন্টার ভয়ংকর যৌন হয়রানির বিচার চেয়ে আসলেও দৃশ্যমান কোন ব্যবস্থা নেয়নি সম্প্রতি টেনেটুনে অনএয়ারে আসা এখন টিভি। উল্টো, অভিযুক্ত ধর্ষক এহসান জুয়েলকে বাঁচিয়ে দিতে উঠে পড়ে লেগেছে সিনিয়র সাংবাদিক তুষার আব্দুল্লাহ।
এখন টিভিতে নিপীড়ন নির্যাতনের ভিকটিমদেরকে অভয় দিয়ে করাপশন ইন মিডিয়া জানাচ্ছে, ইতিমধ্যে এখন টিভির নারী কেলেংকারির ইস্যুটি সরকারের একাধিক গোয়েন্দা সংস্থার নজরে এসেছে। ভিকটিমদের জন্য সব ধরণের আইনি সহয়তার ব্যাপারটিও নিশ্চিত করেছে করাপশন ইন মিডিয়া।
এখন টিভিতে যেকোন ধরনের নিপীড়ন নির্যাতন শিকার ভিকটিমরা আমাদেরকে জানাতে পারেন,যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। (+৪৪৭৩০৯৬১১৭৫০ হোয়াটস অ্যাপ,সিগনাল, টেলিগ্রাম)