সীতাকুন্ড প্রেসক্লাবের ভূমিদস্যতা!
সীতাকুন্ড প্রেসক্লাব রাতের আধারে নিরীহ নারীদেরকে পিটিয়ে শ্লীলতাহানী করে, ভয়ভীতি দেখিয়ে দখল করে সীতাকুন্ড প্রেসক্লাব সড়কের জমি। মামলা হলেও অসহায় সেই পরিবারটি এখনো বিচার পায়নি। বিচারের আশায় তারা করাপশন ইন মিডিয়ার শরনাপন্ন হয়েছে! দেখুন করাপশন ইন মিডিয়ার অনুসন্ধান সীতাকুন্ড প্রেসক্লাবের ভূমিদস্যতা!