এসএ টিভি এবং চ্যানেল নাইনের সম্প্রচার বন্ধ করে দিয়েছে বিটিআরসি
গতকাল রাত ১০ টা ১০ মিনিটে হঠাৎ করেই এসএ টিভির সম্প্রচার বন্ধ হয়ে যায়।। একই সময়ে বন্ধ করে দেয়া হয় চ্যানেল নাইনের সম্প্রচার। গতকাল রাত থেকে চ্যানেল দুটি দেখতে পারছেন না দর্শকরা।
খোঁজ নিয়ে জানা যায়, বিটিআরসির কাছে এই দুই চ্যানেল সহ আরো কয়েকটি টিভির স্যাটেলাইটের ভাড়া বকেয়া ছিল! তবে,হঠাৎ করে বাকি টিভি গুলো বাদে শুধু এসএ টিভি এবং চ্যানেল নাইনের সম্প্রচার বন্ধ করে দেয়াকে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছে চ্যানেল দুটির মালিকপক্ষ!
নানা কারণে বির্তকিত এসএ টিভির সাথে সরকারের বিবাদ অনেক দিনের। পাড়ায় পাড়ায় সাংবাদিক নিয়োগ দেয়া এশিয়ান টিভির নামেও বির্তক কম নয়!
করাপশন ইন মিডিয়া প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে,শুধুমাত্র বকেয়ার জন্য নয়, আরো কয়েকটি কারণে এই চ্যানেল দুটির সম্প্রচার আপাতত বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার। এব্যাপারে অনুসন্ধানে নেমেছে করাপশন ইন মিডিয়া।