দুর্নীতি দমন কমিশনে সাংবাদিকতা করেন এমন কিছু সাংবাদিক আছেন,যারা দুদকরে গোপন তথ্য নথি ফাঁস করে চাঁদাবাজির মত ঘটনা ঘটিয়েছেন। আর এই কর্মকান্ডে অন্তত ২/৩ টা আলাদা সিন্ডিকেট আছে। দুদকের কিছু কর্মকর্তা কর্মচারিদের হাত করে ব্যক্তি/প্রতিষ্ঠানের নামে আসা অভিযোগগুলো প্রথমে হাতিয়ে নেয় সিন্ডিকেট । তারপর অভিযুক্তদের ভয়ভীতি দেখিয়ে হাতিয়ে নেয়া হয় বড় অংকের টাকা। এমন ২/১টি ঘটনা চাকুরিও গেছে।
দুদক বিটের সাংবাদিকদের সংগঠন-রিপোর্টার্স এগেইনস্ট করাপশন এর নতুন কমিটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিটের কতিপয় ধান্দাবাজ সাংবাদিকের সিন্ডিকেট ভাঙ্গা। দুদক বিটের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে দুদক বিটের সাংবাদিকের সাথে থাকবে করাপশন ইন মিডিয়া।