তিতাস গ্যাসের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি এসএ টিভির সাংবাদিক রকির,বাধ সাধলো আইনশৃংখলা বাহিনী।

0

আখতারুজ্জামান খান রকি ওরফে এমএম রকি। এসএ টিভির সাংবাদিক। নর্থ বেংগল জার্নালিস্ট ফোরামের নেতা!

১৫ ফেব্রুয়ারী, ২০২০ তে এশিয়ান টিভিতে জয়েন করে আগস্ট পর্যন্ত কাজ করেন,চাকুরি ছাড়েন চাঁদাবাজির অভিযোগ মাথায় নিয়ে। সেপ্টেম্বরে এসএ টিভিতে জয়েন করেন। দুর্নীতিবিরোধী নিউজের কথা বলে একাধিক ফরমায়েশি নিউজ করা এবং ব্ল্যাকমেইল করাটা রকি মূল পেশা,পরিচয় দেন ক্রাইম রিপোর্টার কাম সাংবাদিক নেতা।

এশিয়ান টিভিতে অপরাধ বিষয়ক অনুষ্ঠানে রিপোর্টার থাকা কালে অফিসে একাধিক চাঁদাবাজির অভিযোগ আসে। সর্বশেষ একটি বিশেষ প্রতিবেদনের বিনিময়ে ২২ লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগ প্রমাণিত হলে চাকরি ছাড়তে বাধ্য হয় রকি। (এই ২২ লাখ টাকা ঘুষের টাকা আত্মসাৎতের অনুসন্ধানে নেমে রকির সন্ধান পাই আমরা)

এসব ঘটনা ছাড়াও সরকারি সংস্থা ও অধিদপ্তরে কর্মকর্তাদের দুর্নীতির ভূয়া প্রতিবেদন প্রচারের ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করায় বিশেষ একটি গোয়েন্দা সংস্থার ব্লাক লিস্টেড এই রকি।

এসএ টিভিতে জয়েন করেই বেপোরোয়া রকি। এশিয়ান টিভিতে দুই লাখ টাকার বিনিময়ে জয়েন করেছিল রকি। এসএ টিভির কোওর্ডিনেটর শাহিন বারীরকে কয়েক লাখ টাকা ঘুষ দিয়ে চাকুরি নেয় রকি। চাঁদাবাজির টাকার ভাগ পায় কোওর্ডিনেটর শাহিন বারী সহ এসএ টিভির কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তারা।

সম্প্রতি তিতাস গ্যাসের দুর্নীতি শীর্ষক একটি ধারাবাহিক প্রতিবেদন এর কাজ শেষ করে রকি। কিন্তু তা প্রচার করার ভয় দেখালে তিতাসের দুর্নীতিবাজ চক্র তাকে ঘুষের প্রস্তাব দেয়। রকি ২ কোটি টাকা দাবি করলে এক কোটি টাকায় রফা হয়। ফলে নিউজটি সম্প্রচার হয়নি। পুরো বিষয়টিতে নজর রাখছিল একটি গোয়েন্দা সংস্থা। এসএ টিভির মালিক সালাউদ্দিন আহমেদকে ঘটনার বিস্তারিত জানিয়েছে সংস্থাটি। করাপশন ইন মিডিয়া তাদের ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট দিয়ে তিতাসের সাথে যোগাযোগ করেছিল। ঘটনার সতত্যা তিতাস কতৃপক্ষ নিশ্চিত করেছে।

এমনকি গত দশ বারো দিন ধরে রকির তিতাসে চাঁদাবাজির ঘটনায় দুই দফা এসএ টিভি কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছেন ওই গোয়েন্দা সংস্থার দুই জন উর্ধ্বতন কর্মকর্তা। এসএ টিভি ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে। সব ঠিক থাকলে,সপ্তাহ খানেকের ভিতরে চাকুরিচ্যুত হবেন রকি।

Corruption in Media এক্সক্লুসিভ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *