ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক গ্রেপ্তার
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের দুর্নীতি এবং অনিয়ম নিয়ে নিউজ করার অপরাধে তানভির হাসান তানু নামে ইন্ডিপেনডেন্ট টিভির এক সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ বাদী হয়ে করা মামলায় তানভির হাসান তানু, নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি রহিম শুভ, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটুকে আসামি করা হয়েছে!
শনিবার রাত সাড়ে ৮টার দিকে সাংবাদিক তানু মামলার খোঁজখবর নিতে থানায় গেলে তাকে গ্রেপ্তার করে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ!
গ্রেপ্তার তানভির হাসান তানু ইন্ডিপেনডেন্ট টেলিভিশন, দৈনিক ইত্তেফাক এবং জাগোনিউজের জেলা প্রতিনিধি।
চলতি বছরের জুন থেকে জুলাই পর্যন্ত ১৪ টি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অন্তত ৮৪ জন সাংবাদিককে আসামি করা হয়েছে!