কেরানীগঞ্জে তিন সাংবাদিকের চাঁদাবাজির নেপথ্যে পতিতাবৃত্তি
বিটিভির এক ক্যামেরাম্যান এবং এশিয়ান টিভির এক স্থানীয় সাংবাদিককে সাথে নিয়ে পতিতা ব্যবসা করা এক নারীর কাছ থেকে ৭০ হাজার টাকা চাঁদা নেন কথিত সাংবাদিক জয়নাল আবেদীন। টাকার জন্য ওই নারীকে দু’দফা পুলিশে ধরিয়ে দেয় জয়নাল। বিস্তারিত অনুসন্ধান “করাপশন ইন মিডিয়া”র রিপোর্টে।