সাংবাদিক দম্পত্তি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার ৯ বছর পূর্ণ হল আজ।
তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘন্টার ভিতরে হত্যা রহস্য উন্মোচনের আশ্বাস দিলেও, ৯ বছরে বিচার তো দূরে থাক,জানা যায়নি কি কারণে খুন হয়েছিলেন সাগর-রুনী দম্পতি।
৭৮ বার পেছানো হয়েছে তদন্ত প্রতিবেদন,বহুবার বদলেছে তদন্তকারী কর্মকর্তা। আলোচিত এই হত্যাকান্ডের পর এটিএন বাংলার চেয়ারম্যান,মাহফুজুর রহমান এই হত্যাকান্ডের পিছনে সাংবাদিকদের হাত আছে বলে ইংগিত দিয়েছিলেন। বলেছিলেন,সাগর-রুনীর বাসায় সাংবাদিকরা মদ খেতে যেতো।
এই হত্যাকান্ডে জড়িত হিসেবে এটিএন বাংলার চেয়ারম্যানের নাম এসেছিল। এই হত্যাকান্ডকে বির্তকিত এবং ভিন্নখাতে নিতে সেসময় কিছু সাংবাদিক একটি বিশেষ মহলের হয়ে কাজ করেছিলেন। বহু নাটকের পরেও বাংলাদেশের কোন আইনশৃংখলা বাহিনী,গোয়েন্দা সংস্থা কখনোই এই হত্যা রহস্য উন্মোচন করতে পারেনি বা করতে চায়নি।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন।