নেতাদের বির্তকিত কর্মকান্ডের প্রতিবাদে ক্র্যাবের দুই সদস্যের নাম প্রত্যাহার
মুনিয়া হত্যা মামলার আসামী সায়েম সোবহান আনভীরের সাথে বাংলাদেশ ক্রাইম রিপোটার্স অ্যাসোসিয়শন- ক্র্যাবের নেতাদের সৌজন্য সাক্ষাত এবং শুভেচ্ছা বিনিময়ের পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ক্র্যাবের নেতারা বসুন্ধরার এমডি কে আশ্বস্ত করে এসেছেন, তার বিরুদ্ধে কোন নিউজ করবে না ক্রাইম রিপোর্টাররা! বিনিময়ে ক্র্যাবের জন্য বড় অনুদান ছাড়া সৌজন্য সাক্ষাতে অংশ নেয়া নেতারা পেয়েছেন বড় অংকের টাকা সহ আকর্ষনীয় সব সুবিধা। এই খবর প্রকাশ হওয়ার পর ঘৃণা ক্ষোভ ঝরছে ক্র্যাবের নেতাদের জন্য!

এমন পরিস্থিতি, বিবেকের তাড়না ও দ্বায়মুক্তি থেকে ক্র্যাবের সদস্য পদ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন একাত্তর টিভির বিশেষ প্রতিনিধি পারভেজ নাদির রেজা এবং সিনিয়র সাংবাদিক মহিম মিজান!

বসুন্ধরার মালিকের টাকার কাছে, দেশের প্রায় সব মিডিয়া নৈতিকতা বিক্রি করে দিয়েছে! দালালে ভরা সাংবাদিকদের ভীড়ে পারভেজ নাদির রেজা, মহিম মিজানের মত স্রোতের বিপরীতে হাঁটা সাংবাদিকও আছে! সব সাংবাদিক দালাল নন!! নাম প্রত্যাহার করে প্রতিবাদ জানানো এই দুই সাংবাদিকের জন্য শুভ কামনা।