নারী কেলেংকারির ঘটনায় ফেঁসেছে এখন টিভির অ্যাসাইনমেন্ট ইনচার্জ এহসান জুয়েল। ৩০ দিনের ভিতর ভিকটিম নারীকে বিয়ে করতে আইনি নোটিশ দেয়া হয়েছে।
ভিকটিমের পক্ষেলিগ্যাল নোটিশটি পাঠান ব্যারিস্টার সারোয়ার হোসেন । উক্ত নোটিশে উল্লেখ আছে, ৩০ দিনের ভিকটিমকে বিয়ে না করলে নারী এবং শিশু নির্যাতন দমন আইনে এহসান জুয়েলের বিরুদ্ধে মামলা করবে ভিকটিম।

লিগ্যাল নোটিশে, এখন টিভির মালিকানায় থাকা সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, এখন টিভির এমডি হাসান, এইচআর অ্যাডমিন হেড শিরিন চৌধুরী এবং সিনিয়র সাংবাদিক তুষার আব্দুৃল্লাহকে এহসান জুয়েলের বিরুদ্ধে ব্যবস্থা এবং নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

ভিকটিমের লিখিত অভিযোগ, ছয় মাস ধরে একই সাথে বসবাস করতেন এখন টিভির জুয়েল এবং ভিকটিম। দ্বিতীয় স্ত্রীর যন্ত্রনায় অতিষ্ট জুয়েল এই ভিকটিমকে বিয়ে করতে চেয়েছিলেন।

৬ মাস ধরে ভিকটিমের সাথে ফিজিক্যাল রিলেশনশীপে ছিলেন, ভ্রুণ হত্যার ঘটনাও ঘটিয়েছে। ভিকটিম বিয়ের জন্য চাপ দিলে ব্ল্যাকমেইলিং করে তাকে এখন টিভির চাকুরি ছাড়ায় জুয়েল। এরপর অন্তরঙ্গ মূহুর্তের ধারণ করা ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে আসছিলো জুয়েল। যা নিয়ে ওই ভিকটিম নারী এখন টিভিতে একাধিকবার লিখিত অভিযোগ দিলেও কোন ব্যবস্থা নেয়নি এখন টিভি।

এখন টিভির অ্যাসাইনমেন্ট ইনচার্জ এহসান জুয়েলের মুখোশ উন্মোচন করে করাপশন ইন মিডিয়া।
করাপশন ইন মিডিয়া