পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমের নামে চাঁদা’বাজিকে কেন্দ্রকে নিউজ করে বিপাকে পড়েছে শরীয়তপুরের সময় টিভির সাংবাদিক ইসরাফিল। মন্ত্রীর বিরুদ্ধে নিউজ প্রচারের পর অনিয়মের খোঁজ নিতে গিয়ে হামলা এবং পরে মামলার শিকার হয় সময় টিভির শরীয়তপুর প্রতিনিধি। মামলার কপি নিয়ে সময় টিভির কার্যালয়ে গিয়ে মন্ত্রী এনামুল হক শামীম হুম’কি ধাম’কি দেন সময় টিভি কর্তৃপক্ষকে। তখনই ওই সাংবাদিককে চাকুরিচ্যুতি করতে নির্দেশ দেন। সময় টিভির ইউটিউব থেকে সেই নিউজের অংশবিশেষ কর্তন করান এনামুল হক শামীম। বিস্তারিত করাপশন ইন মিডিয়ার রিপোর্টে।
করাপশন ইন মিডিয়ার ফেসবুক লিংক:
https://www.facebook.com/corruptioninmediabd
https://www.facebook.com/corruptionmediabd
করাপশন ইন মিডিয়ার ইউটিউব লিংক:
https://www.youtube.com/c/CorruptioninMedia
Website: