গাজি গ্রুপের চেয়ারম্যান এবং পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীরের ছেলে পাপ্পা গাজির গুরুত্বপূর্ণ গোপন তথ্য, প্রমাণ দেয়ার বিনিময়ে রংধনু গ্রুপের কাছে একটি ফ্ল্যাট দাবি করেছেন গাজি টিভির বির্তকিত সাংবাদিক মাইনুল ইসলাম। মন্ত্রীপুত্র গোলাম গাজি মূর্তজা পাপ্পার সাথে রাজনৈতিক বিরোধ রয়েছে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামের। সামনের নির্বাচনে রুপগঞ্জ আওয়ামী লীগ থেকে এমপি পদপ্রার্থী পাপ্পা গাজি। পাপ্পাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে তথ্য প্রমাণের সন্ধানে জিটিভির মাইনুলের সাথে যোগাযোগ করে রংধনু গ্রুপের মালিকপক্ষের ঘনিষ্ট একজন। পাপ্পা গাজির নানা অপর্কীতির তথ্য প্রমাণ তার রাজনৈতিক প্রতিপক্ষ রংধনু গ্রুপের হাতে তুলে দিতে রাজী হন মাইনুল। বিনিময়ে রংধনু গ্রুপের নির্মানাধীন একটি ফ্ল্যাট ঘুষ হিসেবে দাবী করেন মাইনুল।

এ সংক্রান্ত কয়েকটি কথোপকথন,ভিডিও,হোয়াটস অ্যাপের ম্যাসেজ আদান প্রদানের প্রমাণ করাপশন ইন মিডিয়ার হাতে এসেছে। যা নিয়ে বিস্তারিত থাকবে আমাদের ভিডিও স্টোরিতে।

এরআগেও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের শালা শুমুন্দি বলে গালিগালাজ করে পিএম বিটের সাংবাদিকদের একটি গ্রুপে মন্তব্য করেন মাইনুল। চাঁদাবাজি,শিবির সম্পৃক্ততা,সাংবাদিকতার প্রভাব খাটিয়ে বিপুল সম্পদের মালিক বনে যাওয়া মাইনুলের বিরুদ্ধে নানা অভিযোগের তথ্য ও প্রমাণ ফাঁস করেছিল করাপশন ইন মিডিয়া,বাংলা ইনসাইডার এবং সম্পাদক ডট কম সহ কয়েকটি গনমাধ্যম।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা ইস্যুতে মাইনুলের পিএম অফিসে ঢোকার এসবি পাশ বাতিল করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। পিএমও’র মিডিয়া উইং থেকে মাইনুলকে চাকুরি থেকে অব্যহতি দেয়ার অনুরোধ করা হলেও কোন এক অদৃশ্য শক্তির বলে বহাল তবিয়াতে অপকর্ম করে যাচ্ছে মাইনুল।
যে প্রতিষ্ঠান জিটিভির মাইক্রোফোন হাতে নিয়ে সম্পদের পাহাড় গড়েছে মাইনুল,সেই প্রতিষ্ঠানের মালিকের ছেলের গোপন খবর বিক্রির মত বেপরোয়া কর্মকান্ডে নেমেছে মাইনুল। ২৫ হাজার টাকা বেতনে জিটিভির স্টাফ রিপোর্টার পদে চাকুরি করা মাইনুলের খুঁটির জোর কোথায়। এই প্রশ্নের উত্তর জানতে চায় করাপশন ইন মিডিয়া।