spot_img
Tuesday, July 1, 2025
More
    Homeমিডিয়া পাড়াবিরল ভ্যারিয়েন্টের চিকেনপক্সে আক্রান্ত মুন্নী সাহা!

    বিরল ভ্যারিয়েন্টের চিকেনপক্সে আক্রান্ত মুন্নী সাহা!

    -

    ২৬ ডিসেম্বর এটিএন বাংলার চেয়ারম্যান বরাবর মুন্নী শাহ ছুটির আবেদনে জানান, বিরল ভ্যারিয়েন্টের চিকেনপক্স রোগে আক্রান্ত তিনি। ডাক্তারের পরামর্শে চার সপ্তাহ বেড রেস্টে থাকার কথা বলে তিনি একমাস ছুটিও নেন। অথচ দুইদিন আগেও ঢাকা লিট ফেস্টে টানা তিন ঘন্টা বসে জয় গোস্বামীর কবিতা উপভোগ করেছেন। ফেসবুকে ছবি দিয়ে সেখবর জানিয়েছেন। অথচ তিনি চিকেন পক্সের যন্ত্রনায় একটানা চেয়ার টেবিলে বসে অফিস করতে পারছেন না।

    মুন্নী সাহার আপলোড করা ছবিগুলো দেখে মনে হয়নি, তিনি চিকেনপক্সে আক্রান্ত। ইহা কোন বিরল রোগ নয়। চিকেনপক্স যেহেতু বায়ুবাহিত রোগ। তাই, লিট ফেস্টে গিয়ে মুন্নী সাহা সবার মাঝে এই রোগ ছড়িয়ে দিয়েছেন। আসলেই কি মুন্নী সাহা আক্রান্ত নাকি নাটক!

    এটিএন নিউজের এইচআর ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছে, নানা বির্তকিত কর্মকান্ডে মুন্নী সাহার অবস্থান বেশ নড়বড়ে। গত কয়েক মাস ধরে অফিসে অনিয়মিত মুন্নী সাহা নভেম্বরে ঠিকমত অফিস করেনি বলে, এখনো সেমাসের বেতন দেয়া হয়নি। ডিসেম্বর মাসেও ছিলেন অনিয়মিত। এমতাবস্থায় ডিসেম্বরে বেতন কাটার সিদ্ধান্ত নেয় এটিএন নিউজ। চলতি মাসেও অফিস না করার জন্য বিরল চিকেন পক্সে আক্রান্ত হয়েছেন মুন্নী সাহা।

    করাপশন ইন মিডিয়াকে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, গাজীপুরের বির্তকিত বরখাস্ত মেয়র জাহাঙ্গীরের সাথে জোট বেধেছেন মুন্নী সাহা। দেশের একটি মুখ থুবড়ে পড়া বন্ধ টিভি চ্যানেল ক্রয় করেছে গাজীপুরের সাবেক মেয়র। সেই চ্যানেল গোছানোর কাজে ব্যস্ত সময় পার করছেন মুন্নী সাহা।

    বিরল চিকেনপক্স রোগে আক্রান্ত মুন্নী সাহা বেড রেস্ট কাটিয়ে দ্রুতই আমাদের মাঝে ফিরবে,সে প্রত্যাশা আমাদেরও!

    Related articles

    Stay Connected

    0FansLike
    0FollowersFollow
    0FollowersFollow
    0SubscribersSubscribe
    spot_img

    Latest posts