Corruption in Media এমন একজন কথিত সাংবাদিকের সন্ধান পেয়েছে,যিনি টাকা খরচ করে সাংবাদিক নেতা জন্ম দেন! বলছি, ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম এর সাংগঠনিক সম্পাদক, দৈনিক মুক্তখবর এর ধান্দাবাজ সাংবাদিক রফিকুল ইসলাম কচির কথা।
সাংবাদিক সংগঠনগুলোর নাম ব্যবহার করে ধান্দাবাজিতে জড়িয়ে পড়েছেন কিছু সাংবাদিক! টাকা দিয়ে সাংবাদিক নেতার জন্ম দেয়া এক কথিত সাংবাদিক নেতাকে নিয়ে বৃহস্পতিবার বিচার বসেছিল, প্রেসক্লাবের টেনিস মাঠের পাশে। সেই আলোচনার অংশ নেন ওলিউদ্দিন মিলন, আরেফিন আকাশ (দুদক টিভির পরিচালক), অনিমেষ, জেড ইসলাম বাবু, আলাউদ্দিন ,গোলাম নবী ,একে সীমান্ত সহ কয়েকজন।
করাপশন ইন মিডিয়ার কাছে আসা সেই দরবারের একটি রেকডিং প্রকাশ করা হলো