spot_img
Tuesday, July 22, 2025
More
    Homeমিডিয়া পাড়াগ্রিন টিভিতে বিনিয়োগ সাময়িক বন্ধ!

    গ্রিন টিভিতে বিনিয়োগ সাময়িক বন্ধ!

    -

    রংধনু গ্রুপের মালিকানাধীন গ্রিন টিভিতে বিনিয়োগ সাময়িক বন্ধ ঘোষণা করেছেন টেলিভিশনটির পরিচালকরা। রংধনু গ্রুপের চেয়ারম্যানের নির্দেশে পরবর্তী বোর্ড মিটিং না হওয়া পর্যন্ত কোন ধরণের নতুন বিনিয়োগ করবে না টেলিভিশনটির মালিকগন। আজ এক চিঠির মাধ্যমে এই ঘোষণা দিয়েছে রংধনু গ্রুপ।

    অর্থনৈতিক সংকটে শুরু থেকে মুখ থুবড়ে পড়েছে গ্রিন টিভি। ইতিমধ্যে পরিচালকগণ ৫৫ কোটি টাকা বেশি বিনিয়োগ করেছেন। তবে এখনো টেলিভিশনটির অনেক বিনিয়োগ দরকার।

    করাপশন ইন মিডিয়া জেনেছে, রংধনু গ্রুপের নিয়ন্ত্রণে থাকা এই টেলিভিশনের শেয়ারের মালিক অন্তত ৪ থেকে ৫ জন। সম্প্রতি অর্থনৈতিক সংকটে ভুগতে থাকা গ্রিন টিভিতে কর্মী ছাঁটাই হয়েছে, বেতন বকেয়া পড়েছিলো। কর্মীদের বেতন কমানো হয়েছে। নির্ধারিত সময়ের পরে দেয়া হচ্ছে বেতন।

    এই অবস্থায় গ্রিন টিভির বিনিয়োগ বন্ধের খবরে টেলিভিশনটিতে অস্বস্তি আরো বাড়বে।

    Related articles

    Stay Connected

    0FansLike
    0FollowersFollow
    0FollowersFollow
    0SubscribersSubscribe
    spot_img

    Latest posts