৭ জুন দিবাগত রাতে, প্রায় দুইটার দিকে গুলশানের অল কমিউনিটি ক্লাবে চার সঙ্গী সহ মদ খেতে গিয়ে ভাংচুর করেন পরীমনি। ক্লাবের সিসিটিভিতে দেখা যায়,পরীমনির চার সঙ্গীর একজন বৈশাখী টিভির প্রেজেন্টার তাসনুভা আনান শিশির।

করাপশন ইন মিডিয়া নিশ্চিত হয়েছে, সাদা সালোয়ার কামিজ পরিহিত ওই নারী হচ্ছেন শিশির। যিনি দেশের প্রথম ট্রান্সজেন্ডার সংবাদ পাঠিকা। পরীমনির সহ চারজন ওইদিন রাতে মাত্রাতিরিক্ত মদ খেয়েছিলো বলে দাবি করেছে ক্লাব কর্তৃপক্ষ!

স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে একজন ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গের সংবাদ পাঠক নিয়োগ দিয়ে বাহবা কুড়িয়েছিলো বৈশাখী টেলিভশিন। যাকে নিয়োগ দিয়ে জেন্ডার ইকুয়ালিটির অনন্য নজির স্থাপনের চেষ্টা করেছিলো বৈশাখী টিভি, সেই তাসনুভা আনান শিশির গভীর রাতে মদ পান করতে ক্লাবে যান!

করাপশন ইন মিডিয়া জানতে পেরেছে, একজন তৃতীয় লিঙ্গের সংবাদ পাঠিকা নিয়োগ দেয়াটা ছিল বৈশাখী টিভির একটা স্টান্ডবাজি!!সেকারণেই অল কমিউনিটি ক্লাবে পরীমনি কান্ডে শিশিরের সম্পৃক্তার প্রমাণ থাকার কোন ব্যবস্থা নেয়নি বৈশাখী টিভি।