স্বাস্থ্য মন্ত্রনালয়ের গুরুত্বপূর্ণ ফাইল চুরির অভিযোগে প্রথম আলোর সিনিয়র অনুসন্ধানী প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে চার ঘন্টা ধরে আটক রেখে মারধোর করা হয়েছে। এখনো অবরুদ্ধ রোজিনার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্যমন্ত্রনালয়।
স্বাস্থ্যমন্ত্রনালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, স্বাস্থ্যসচিবের পিএসের অনুপস্থিতিতে তার রুমে থাকা একটি ফাইল নিজের ব্যাগে লুকিয়ে রাখেন রোজিনা ইসলাম। যা কর্তব্যরত পুলিশ দেখে রোজিনাকে হাতেনাতে আটক করে। পরে রোজিনার ব্যাগ তল্লাশি করে ওই ফাইলটি পাওয়া যায়।
এব্যাপারে সাংবাদিক নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করলে,তিনি ব্যাপারটি স্বাস্থ্য ও তথ্য মন্ত্রলায়ের উপর ছেড়ে দেন। স্বাস্থ্যমন্ত্রনালয় দাবি করছে,পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ তাদের হাতে রয়েছে। আজ স্বাস্থ্যমন্ত্রীর ব্রিফিংয়ের কথা ছিল।
সরকারী দপ্তর থেকে ফাইল চুরির ব্যাপারটি মিথ্যা বলে দাবি করেছেন রোজিনা। মামলার এজাহার লেখার কাজ চলছে। সাংবাদিক নেতাদের সমঝোতার চেষ্টাও কাজে দেয়নি। কারণ সরকারের সাথে প্রথম আলোর দ্বন্দের কারণে।
স্বাস্থ্য মন্ত্রনালয়ের অনিয়ম সর্ম্পকিত একাধিক দেশব্যাপি আলোড়ন তোলা নিউজ করেছেন পুরস্কার প্রাপ্ত এই সাংবাদিক। করাপশন ইন মিডিয়া নিশ্চিত হয়েছে,ফাইল চুরির ঘটনাটি সত্য। রোজিনা ইসলামকে শারিরীকভাবে নির্যাতনের ঘটনার সত্যতাও পেয়েছে করাপশন ইন মিডিয়া।
****…রোজিনা ইসলাম এবং স্বাস্থ্যমন্ত্রনালয়ের এই ইস্যুর বিস্তারিত আপডেট জানাবে করাপশন ইন মিডিয়া।…