মরলে ৩ লাখ আর বাঁচলে ১ লাখ….শিল্প এলাকা কেউ মারা গেলে অথবা আহত হলে কপাল খোলে সীতাকুন্ড প্রেসক্লাবের। শুধু যে লাশের ব্যবসা তা নয়,চাঁদাবাজি, জমি দখল, ভূমি দস্যুতা, মিথ্যা মামলায় ফাঁসানো, মাফিয়াদের হয়ে সমঝোতা,প্রশাসন নিয়ন্ত্রণের মত কাজগুলোও করে সীতাকুন্ড প্রেসক্লাব। সম্প্রতি বিএম ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডের পর সেখানকার প্রেসক্লাবের কর্মকান্ড নিয়ে প্রশ্ন উঠলে অনুসন্ধানে নামে করাপশন ইন মিডিয়া। দেখুন করাপশন ইন মিডিয়ার অনুসন্ধান!
