দুর্নীতির খবর ফাঁসের গণমাধ্যমের উপর বেপরোয়া হয়ে উঠেছে ঢাকা উত্তরের মেয়র আতিক! ডিএনসিসিতে মেয়রের বেতনভুক্ত সাংবাদিক ছাড়া নিষিদ্ধ করা হয়েছে গণমাধ্যম। দুর্নীতি উন্মোচনের কারণে মেয়রের স্যান্ডেল চাটা সাংবাদিকরাও বেজায় চটেছেন করাপশন ইন মিডিয়ার উপর! অথচ ভয়াবহ ডেঙ্গুতে কোন নেতিবাচক নিউজ করছেন না! মেয়রের বিরুদ্ধে নেতিবাচক নিউজ ঠেকাতে সোচ্চার এইসব দালাল সাংবাদিকরা।
