spot_img
Tuesday, July 1, 2025
More
    Homeমিডিয়া পাড়াতাসের ঘরের মত ভেঙ্গে পড়েছে গ্রীন টিভি!

    তাসের ঘরের মত ভেঙ্গে পড়েছে গ্রীন টিভি!

    -

    দেশের বিশিষ্ট ভূমিদস্যু প্রতিষ্ঠান রংধনু গ্রুপ ১০০ কোটি টাকা ইনভেস্টমেন্ট নিয়ে গ্রীন টিভি নির্মাণের কাজে লেগেছে। তবে নির্মাণের আগে চরম অস্থিরতা বিরাজ করছে এখনো অনএয়ারের মুখ দেখতে না পারা গ্রীন টিভি।

    ইতিমধ্যে টেলিভিশন থেকে ৯ জনকে বিনা নোটিশে চাকুরিচ্যুত করা হয়েছে। উচ্চ বেতনে নিয়োগ পাওয়া ৯ জন উর্ধতন কর্মকর্তার বেতন কমিয়ে দেয়া হয়েছে।

    গ্রীন টিভি খুব খারাপ অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে বলে দাবি করে কর্মী ছাঁটাই এবং বেতন কমানোকে যৌক্তিক বলে মনে করেছে কর্তৃপক্ষ। এদিকে বির্তকিত,ধান্দাবাজ এবং পিএম অফিসের ব্ল্যাকলিস্টেড কয়েকজন সাংবাদিক নিয়োগ দেয়ায় গ্রীন টিভির সাথে সম্পর্ক ছিন্ন করেছে কয়েকজন সিনিয়র সাংবাদিক।

    বার্তাবিভাগ থেকে আরো ছাঁটাই হবে বলে জেনেছে করাপশন ইন মিডিয়া। সম্প্রতি রংধনু গ্রুপে জয়েন করা সিনিয়র সাংবাদিক নাদিরা কিরণ সহ গ্রীন টিভিতে জয়েন করা কয়েকজন ইতিমধ্যে চাকুরি খুঁজছেন বলে তথ্য পাওয়া গেছে। কেউ কেউ তাদের সাবেক কর্মস্থলে ফেরার জন্য যোগাযোগ শুরু করেছে।

    অনএয়ারে আসার আগে একটা টেলিভিশনের গাধুনি এভাবে ভেঙ্গে পড়ার পিছনে গ্রীন টিভির মালিকপক্ষের স্বেচ্ছাচারিতা এবং অজ্ঞতাকে দায়ী করেছেন সেখানকার সাংবাদিকরা।

    এদিকে, করাপশন ইন মিডিয়া নিশ্চিত হয়েছে গ্রীন টিভির নামে দেশের একটি মোস্ট করাপটেড ব্যাংক থেকে প্রায় ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে রংধনু গ্রুপ।

    Related articles

    Stay Connected

    0FansLike
    0FollowersFollow
    0FollowersFollow
    0SubscribersSubscribe
    spot_img

    Latest posts