spot_img
Friday, June 20, 2025
More
    Homeমিডিয়া পাড়াজ্বালানি বিটের ৩২ রিপোর্টার প্রমোদভ্রমণে!

    জ্বালানি বিটের ৩২ রিপোর্টার প্রমোদভ্রমণে!

    -

    দেশে এখন ভয়াবহ লোডশেড চলছে। জ্বালানি সংকটের গভীর খাদে পড়েছে দেশ। ডলার সংকটের কারণে জ্বালানি আমদানি করতে পারছে না। এর সঙ্গে নানান ধরনের দুর্নীতি, ভুল নীতিতো রয়েছে। এসব নিয়ে যখন তীব্র সমালোচনা ও নানা অ্যাঙ্গেলের রিপোর্ট হওয়া দরকার তখন দেশের ৩২ জন জ্বালানি বিটের রিপোর্টার গেছেন প্রমোদভ্রমণে মালদ্বীপে। দেশের মানুষ মরছে, আর ওনারা জ্বালানি-বিদ্যুতের মাফিয়াদের টাকায় বিদেশে নাচ গান করছেন!!-জ্বালানি বিটের সাংবাদিকদের নিয়ে অনুসন্ধানী সাংবাদিক Zulkarnain Saer এর করা তথ্যবহুল পোষ্টটি নজরে এসেছে করাপশন ইন মিডিয়ার।গভীর জ্বালানি সংকটের ভিতর ‘‘ফোরাম ফর এনারজী রিপোর্টার্স বাংলাদেশ‘‘ নামে একটি সাংবাদিক সংগঠনের প্রথম সারির ৩২ জন সাংবাদিকের প্রমোদ ভ্রমণের স্পন্সর করেছে জ্বালানি ও বিদ্যুত খাতের মাফিয়ারা।এমন অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে করাপশন ইন মিডিয়া। এছাড়াও ফোরাম ফর এনারজী রিপোর্টার্স বাংলাদেশ এর বিরুদ্ধে চাঁদাবাজি সহ কিছু অভিযোগ খতিয়ে দেখবো আমরা। জ্বালানি বিটের সাংবাদিকদের নিয়ে কারো কাছে কোনো তথ্য থাকলে জানাতে পারেন করাপশন ইন মিডিয়াকে।

    Related articles

    Stay Connected

    0FansLike
    0FollowersFollow
    0FollowersFollow
    0SubscribersSubscribe
    spot_img

    Latest posts