spot_img
Tuesday, July 1, 2025
More
    Homeইনভেস্টিগেশনআধা শিক্ষিত শিক্ষা উপমন্ত্রী নিয়ে কি করবে জাতি!

    আধা শিক্ষিত শিক্ষা উপমন্ত্রী নিয়ে কি করবে জাতি!

    -

    ব্যারিস্টার Mohibul Hassan Chowdhoury নওফেল, বাংলাদেশের শিক্ষা উপমন্ত্রী!! সচিবালয়ে প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের উপর নির্যাতনের ঘটনায় আমলাদের জন্য দালালি করতে গিয়ে একটা ভিডিও সহ স্ট্যাটাস দেন! রোজিনা ইসলামকে চোর সাবস্ত করতে দেয়া নওফেলের সেই স্ট্যাটাসটিতে অসংখ্য বানান ভুল এবং ব্যাকরণগত ভুল!

    যা নিয়ে সোস্যাল মিডিয়ায় হাস্যরসের তৈরি হয়েছে!!! ক্লাস ফাইভে পড়া একটা বাচ্চার বানান জ্ঞানও নওফেলের চেয়ে ভালো। যদিও নওফেল নিজেকে ব্যারিস্টার হিসেবে পরিচয় দেন! ভুলে ভরা স্ট্যাটাস দেখার পর প্রশ্ন জাগে,উনি কি লন্ডনের হোয়াইট চ্যাপেলের আলতাফ আলী পার্ক থেকে ব্যারিস্টারি পাশ করেছেন কিনা?!

    যেদেশের শিক্ষা উপমন্ত্রী দশ লাইন শুদ্ধ করে বাংলা লিখতে পারেন না,অথচ অন্যায়ের পক্ষে দালালি করতে পারেন, সে দেশে রোজিনা ইসলামের মত সত্য অনুসন্ধানীদের জোটে জেলের ভাত!

    করাপশন ইন মিডিয়া বাংলাদেশের শিক্ষা উপমন্ত্রীকে উপদেশ দিয়ে বলতে চায়,ফেসবুকে পরবর্তী কোন পোষ্ট দেয়ার আগে অবশ্যই আদর্শলিপি বইটা ভালো করে মুখস্ত করে নেয়!!! গৃহশিক্ষক রেখে বাংলা ব্যাকরণটা শিখে নিতেও জোর দাবি জানাচ্ছে!

    Related articles

    Stay Connected

    0FansLike
    0FollowersFollow
    0FollowersFollow
    0SubscribersSubscribe
    spot_img

    Latest posts