spot_img
Friday, June 20, 2025
More
    Homeএক্সক্লুসিভঅনুসন্ধানী সাংবাদিকতা করতে গিয়ে কি চাকুরি হারালেন যুগান্তরের নওগাঁ প্রতিনিধি

    অনুসন্ধানী সাংবাদিকতা করতে গিয়ে কি চাকুরি হারালেন যুগান্তরের নওগাঁ প্রতিনিধি

    -

    অনুসন্ধানী সাংবাদিকতা করতে গিয়ে কি চাকুরি হারালেন যুগান্তরের নওগাঁ প্রতিনিধি!?

    বিট পুলিশের কার্যালয়ে কর্মকর্তার রুমে ঢুকে ফাইলপত্র দেখার অপরাধে চাকুরি হারিয়েছেন যুগান্তর পত্রিকার নওগাঁ প্রতিনিধি আব্বাস আলী!অব্যহতিপত্রের একটি ছবি গনমাধ্যমকর্মীদের মাঝে ভাইরাল হয়েছে।

    যুগান্তর পত্রিকার জানিয়েছে, নওগাঁ প্রতিনিধি আব্বাস আলী নিজেকে গোয়েন্দা সংস্থার লোক পরিচয় দিয়ে বিট পুলিশ কার্যালয়ে ঢুকে ফাইল দেখতে থাকেন। ব্যাপারটি থানা পুলিশ পর্যন্ত গড়ায়। যুগান্তর পত্রিকার এক শীর্ষকর্তা জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী আব্বাসকে গ্রেফতার করতে চেয়েছিল। যুগান্তরের কর্তৃপক্ষের অনুরোধে, পুলিশের পক্ষ থেকে আর কোন ব্যবস্থা নেয়া হয়নি। প্রতি‌নি‌ধি নিজের পরিচয় গোপন ক‌রে যখন নি‌জে‌কে আই‌নের লোক প‌রিচয় দেয়, এবং অসৎ উপা‌য় অবলম্বন ক‌রে, তখন সম্পাদক ব‌্যবস্থা নে‌বেই।

    ভাইরাল হওয়া আব্বাসের অব্যাহতি পত্রে, মূল ঘটনার বিস্তারিত না থাকায় অনেক প্রশ্নের জন্ম দিয়েছে! যুগান্তরের সম্পাদকের দৃষ্টি আর্কষণ করে করাপশন ইন মিডিয়া বলতে চায়, আব্বাসের ভূয়া পরিচয়ের ব্যাপারটি অবশ্যই তার অব্যহতিপত্রে উল্লেখ করার প্রয়োজন ছিল!

    Related articles

    Stay Connected

    0FansLike
    0FollowersFollow
    0FollowersFollow
    0SubscribersSubscribe
    spot_img

    Latest posts